নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় গ্রেফতার হলেন ‘শরিয়াহ-ভিত্তিক’ বিবাহ কনসালটেন্সি প্ল্যাটফর্ম ‘আইডিয়াল ম্যারেজ ব্যুরো’র প্রতিষ্ঠাতা মুফতি মামুনুর রশিদ কাসেমী। রবিবার (২৩শে নভেম্বর) বিকেল ৩টার দিকে কেরানীগঞ্জের আটিবাজার এলাকায় অবস্থিত তার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল হক সময় সংবাদকে জানান, আটিবাজারের যে বাসা থেকে কাসেমীকে গ্রেফতার করা হয়েছে, সেখানেই তিনি তার ম্যারেজ ব্যুরোর দাপ্তরিক কার্যক্রম চালাতেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত পরশু কাসেমীর স্ত্রীর মামী বাদী হয়ে তার স্ত্রীর পক্ষে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই রোববার তাকে গ্রেফতার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে সন্ধ্যার দিকে তাকে আদালতে পাঠানো হয়েছে।
ডিবিসি/এফএইচআর