আন্তর্জাতিক, ভারত

স্ত্রী দিবস পালনের দাবি বিজেপি নেতার

আবু বকর

ডিবিসি নিউজ

সোমবার ১৬ই মে ২০২২ ০২:১৮:৫০ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আন্তর্জাতিক মা দিবস হিসেবে পালিত হয় মে মাসের দ্বিতীয় রবিবার। তবে এখন থেকে শুধু মা দিবস নয়, পাশাপাশি পালিত হোক স্ত্রী দিবসও।

রবিবার এমন দাবি জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার প্রতিমন্ত্রী তথা বিজেপি নেতা রামদাস আঠওয়ালে। আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে এমনটি বলা হয়।

দেশটির মহারাষ্ট্রের সাংলিতে একটি সভায় আঠওয়ালে বলেন, 'একজন মা সন্তানকে জন্ম দিলেও একজন স্ত্রী স্বামীর ভাল-মন্দ সময়ে পাশে থাকেন। প্রতিটি সফল পুরুষের পিছনে একজন নারী থাকে। আমাদের উচিত স্ত্রী দিবসও উদযাপন করা।'

তবে এই প্রথম না। এর আগেও নিজের করা মন্তব্যের জন্য খবরের শিরোনামে উঠে এসেছেন আঠওয়ালে। করোনা মহামারির ভয়াবহ সময়েও তিনি দেশ থেকে করোনা তাড়ানোর জন্য নানা কাণ্ড করেছিলেন। পাশাপাশি মন্তব্য করেছিলেন, 'গো করোনা গো' বললে দেশ থেকে আপনা আপনি বিদেয় নেবে কোভিড-১৯। তার এমন মন্তব্যের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক বিদ্রূপের শিকার হন এই কেন্দ্রীয় মন্ত্রী।

আরও পড়ুন