বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন।
শুক্রবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। বৈঠকে সভাপতিত্ব করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বাসস এর প্রতিবেদনে বলা হয়, বিএনপির একজন সিনিয়র নেতা জানান, আজকের বৈঠকটি নির্ধারিত কোনো নিয়মিত বৈঠক নয়, তাই পূর্বনির্ধারিত নির্দিষ্ট কোনো এজেন্ডাও নেই। তবে রাজনৈতিকভাবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধারণা করা হচ্ছে, এ বৈঠকেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিএনপির 'চেয়ারম্যান' হিসেবে নির্বাচিত করা হতে পারে।
ডিবিসি/কেএলডি