আন্তর্জাতিক

স্পেনে দ্রুতগতির দুটি ট্রেনের সংঘর্ষে নিহত ২১

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

স্পেনের দক্ষিণাঞ্চলীয় কর্ডোবা প্রদেশের আদামুজ এলাকায় দুটি দ্রুতগতির ট্রেনের মধ্যে এক ভয়াবহ সংঘর্ষে অন্তত ২১ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও অন্তত ৩০ জন গুরুতর আহত হয়েছেন বলে দেশটির পরিবহন মন্ত্রণালয় নিশ্চিত করেছে।

প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এই ঘটনাকে গোটা দেশের জন্য গভীর শোকের রাত হিসেবে অভিহিত করেছেন।

 

রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৬:৪০ মিনিটে মালাগা থেকে মাদ্রিদগামী বেসরকারি অপারেটর ইরয়ো-র একটি উচ্চগতির ট্রেন যাত্রা শুরু করার মাত্র ১০ মিনিট পর লাইনচ্যুত হয়। ট্রেনটি লাইনচ্যুত হয়ে পাশের ট্র্যাকে চলে গেলে বিপরীত দিক থেকে আসা মাদ্রিদ-হুয়েলভা রুটের একটি ট্রেনের সঙ্গে সেটির প্রচণ্ড সংঘর্ষ ঘটে। সংঘর্ষের প্রভাবে দ্বিতীয় ট্রেনটিও লাইনচ্যুত হয়ে পড়ে।

 

দুটি ট্রেন মিলিয়ে প্রায় ৪০০ জন যাত্রী ছিলেন। ২১ জন মৃত এবং ৩০ জন আশঙ্কাজনকভাবে আহত। সব মিলিয়ে আহতের সংখ্যা শতাধিক হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ট্রেনের ভেতরে অনেক যাত্রী আটকা পড়েছিলেন। অন্ধকার বগির ভেতর ধোঁয়া ছড়িয়ে পড়ায় আতঙ্কিত যাত্রীরা জানালার কাঁচ ভেঙে প্রাণ বাঁচানোর চেষ্টা করেন।

 

ট্রেনে থাকা আরএনই সংবাদমাধ্যমের একজন সাংবাদিক জানান, সংঘর্ষের সময়টি ছিল শক্তিশালী ভূমিকম্পের মতো। কারমেন নামে এক যাত্রী সোশ্যাল মিডিয়ায় জানান, কর্ডোবা ছাড়ার ১০ মিনিট পরেই ট্রেনটি প্রচণ্ড কাঁপতে শুরু করে এবং পেছনের ৬ নম্বর বগিটি লাইনচ্যুত হয়ে যায়। মুহূর্তেই সব আলো নিভে যায়।

 

অনলাইনে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা গেছে, ট্রেনের কর্মকর্তারা অন্ধকার বগির ভেতর যাত্রীদের শান্ত থাকার অনুরোধ করছেন এবং যাদের প্রাথমিক চিকিৎসার অভিজ্ঞতা আছে, তাদের অন্যদের সাহায্য করতে বলছেন।

 

তথ্যসূত্র দ্য গার্ডিয়ান

 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন