স্পেনের দক্ষিণাঞ্চলে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৪২ জন নিহতের ঘটনায় দেশজুড়ে যখন তিন দিনের রাষ্ট্রীয় শোক চলছে, ঠিক তখনই আবারও রেল দুর্ঘটনার কবলে পড়ল দেশটি।
এবার বার্সেলোনার কাছে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচচ্যুত হয়ে একজন নিহত এবং অন্তত ৩৭ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তি ওই ট্রেনের চালক বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২০ জানুয়ারি) স্পেনের উত্তর-পূর্বাঞ্চলীয় কাতালোনিয়া অঞ্চলের গেলিদা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। এটি বার্সেলোনা থেকে প্রায় ৪০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত।
কাতালোনিয়ার সিভিল প্রোটেকশন এজেন্সির তথ্যমতে, রেললাইনের পাশের একটি রিটেইনিং ওয়াল বা সুরক্ষা দেয়াল ধসে লাইনের ওপর পড়ে যায়। চলন্ত কমিউটার ট্রেনটি সেই ধ্বংসস্তূপের সঙ্গে ধাক্কা খেলে এই দুর্ঘটনা ঘটে।
স্পেনের রেলওয়ে অপারেটর এডিআইএফ জানিয়েছে, চলতি সপ্তাহে ওই অঞ্চলে প্রবল বৃষ্টির কারণেই সম্ভবত দেয়ালটি ধসে পড়েছিল।
মাত্র ৪৮ ঘণ্টা আগেই গত রোববার (১৮ জানুয়ারি) দেশটির দক্ষিণাঞ্চলীয় আন্দালুসিয়া অঞ্চলের কর্ডোবা প্রদেশের আদামুজের কাছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছিল।
সেখানে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৪২ জন প্রাণ হারান। ওই দুর্ঘটনায় মালাগা থেকে মাদ্রিদগামী একটি ট্রেনের পেছনের বগি লাইনচ্যুত হয়ে বিপরীত দিক থেকে আসা মাদ্রিদ থেকে হুয়েলভাগামী আরেকটি ট্রেনের সঙ্গে ধাক্কা খায়।
তথ্যসূত্র আল জাজিরা
ডিবিসি/এমইউএ