বাংলাদেশ, জাতীয়

স্বচ্ছভাবে আয়নার মতো পরিষ্কার নির্বাচন করতে চাই : সিইসি

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

স্বচ্ছভাবে আয়নার মত পরিস্কার নির্বাচন করতে চাই, এ জন্য গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিন।

সোমবার (৬ই অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলনকক্ষে ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভার সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

সিইসি বলেন, আমরা একটি স্বচ্ছ প্রক্রিয়ায় অগ্রসর হতে চাই। আগামী নির্বাচনকে যতটা সম্ভব স্বচ্ছ করতে চাই। আমরা চাই সারা বিশ্ববাসী তা দেখুক। সেজন্য একদম স্বচ্ছভাবে আয়নার মত পরিস্কার করে নির্বাচনটা করতে চাই। সেক্ষেত্রে গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন।

 

তিনি গণমাধ্যমকর্মীদের উদ্দেশে বলেন, আমরা একটি সুষ্ঠু নির্বাচন করতে চাই। এজন্য আপনাদের পরামর্শ চাই। একটা সুন্দর, সুষ্ঠু নির্বাচন করতে মিডিয়াকে পার্টনার হিসেবে পেতে চাই। কারণ আপনারা মিস ইনফর্মেশন ও ডিসইনফর্মেশনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

 

সিইসি এ. এম. এম. নাসির উদ্দিনের সভাপতিত্বে সংলাপে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। আজ সকাল সাড়ে ১০টায় এ সংলাপ শুরু হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে বৈঠকে বসেছে কমিশন। বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এতে অংশগ্রহণ করেছেন।

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন