বিবিধ

স্বপ্নীল আবাসন: জলসিঁড়িতে 'ব্রাউনফিল্ড ইকবালস হ্যাভেন'-এর শুভযাত্রা

সংবাদ বিজ্ঞপ্তি

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ৭ই আগস্ট ২০২৫ ১১:০৮:০৫ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ঢাকার জলসিঁড়ি আবাসিক এলাকার আবাসনমানকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার দৃঢ় প্রতিশ্রুতি নিয়ে যাত্রা শুরু করেছে ‘ব্রাউনফিল্ড ইকবালস হ্যাভেন’।

গত ৬ই আগস্ট ২০২৫ তারিখে এক জমকালো 'গ্রাউন্ডব্রেকিং সেরেমনি'-এর মাধ্যমে এই স্বপ্নের প্রকল্পের নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।এটি শুধু একটি ভবন নয়, বরং আধুনিক জীবন যাত্রা এবং সাধ্যের মধ্যে উন্নত আবাসন প্রদানের এক নতুন দৃষ্টান্ত।

 

জলসিঁড়ির প্লট-২৯, রোড ৫১০/A, সেক্টর-১১-তে অবস্থিত এই প্রকল্পটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন Brownfield Design & Development Limited-এর পরিচালনা পর্ষদের সদস্যরা তাদের মধ্যে ছিলেন চেয়ারম্যান মোঃ আব্রাহাম লিংকন, ব্যবস্থাপনা পরিচালক মোঃ সজীব হাসান, এবং পরিচালক মোঃ জাহিদ হোসাইন ও মোঃ আল মামুন। 

 

এই শুভক্ষণে জমির মালিক মেজর মোঃ ইকবাল হোসেন খান (অবঃ) ও তাঁরপরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।সকলের উপস্থিতিতে এই শুভ সূচনার মাধ্যমে প্রকল্পটির কাজ শুরু হয়।

 

কোম্পানির চেয়ারম্যান, মোঃ আব্রাহাম লিংকন, এই প্রকল্পের গুরুত্ব তুলে ধরে বলেন, “ব্রাউনফিল্ড ইকবালসহ্যাভেনের মাধ্যমে আমরা একটি আধুনিক, নিরাপদ এবং টেকসই আবাসনের প্রতিশ্রুতি দিচ্ছি। এটি মানুষের স্বপ্ন এবং আকাঙ্ক্ষার প্রতিফলন।”

 

ব্যবস্থাপনা পরিচালক, মোঃ সজীব হাসান বলেন, আমরা কঠোর মাননিয়ন্ত্রণ এবং সময়সীমা মেনে কাজটি সম্পন্ন করতে প্রতিশ্রুতিবদ্ধ এখানকার বাসিন্দাদের জন্যনিরাপত্তা, উন্নত ডিজাইন এবং একটি শান্ত পরিবেশের পাশাপাশি সকল অত্যাধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।

ব্রাউনফিল্ড ইকবালস হ্যাভেন প্রকল্পটি আধুনিক স্থাপত্যশৈলী, উন্নতমানের নির্মাণসামগ্রী এবংপরিবেশবান্ধব ডিজাইনের সমন্বয়ে তৈরি হচ্ছে।প্রকল্পটির দু'পাশে সবুজে ঘেরা খেলার মাঠ রয়েছে, যা বাসিন্দাদের জন্যএকটি মনোরম পরিবেশ নিশ্চিত করবে।এই আবাসনটিতে উন্নতমানের বিদেশিফিটিংস্ ব্যবহার করা হবে, যা এর মানকে আরও উন্নত করবে।

 

আগ্রহী ক্রেতারা এই প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানতে Brownfield Design & Development Limited-এর ফেসবুক পেজে  (https://www.facebook.com/p/Brownfield-Design-Development-Ltd61572929284194/)  
ভিজিট করতে পারেন অথবা সেখানে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন।
 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন