বাংলাদেশ, রাজনীতি

স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি গোষ্ঠী

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

শনিবার ২৩শে সেপ্টেম্বর ২০২৩ ০৩:১২:৫৪ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে নিয়ে একটি গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য অফিসার মো. শরীফ মাহমুদ অপু। ‘বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতির ত্রিবার্ষিক কেন্দ্রীয় সম্মেলন-২০২৩’ শীর্ষক অনুষ্ঠান ঘিরে এ অপপ্রচার চালানো হচ্ছে বলে জানানো হয়।

শরীফ মাহমুদ অপু জানান, শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে (আইডিইবি) আয়োজিত ‘বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতির ত্রিবার্ষিক কেন্দ্রীয় সম্মেলন-২০২৩’ অনুষ্ঠিত হয়েছে। ওই অনুষ্ঠানের একটি ঘটনা নিয়ে একটি গোষ্ঠী সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারে লিপ্ত হয়েছে।

এক বিবৃতিতে শরীফ মাহমুদ অপু বলেন, ‘ঘটনার সময় আমি নিজে উপস্থিত ছিলাম। অনুষ্ঠানে মন্ত্রী মহোদয় প্রধান অতিথি হিসেবে স্টেজে বক্তব্য দিচ্ছিলেন। এমন সময় ২৪ থেকে ৩০ বছর বয়সী একজন যুবক স্টেজে উঠে যায়। হঠাৎ স্টেজে উঠে যাওয়ায় আয়োজক এবং পুলিশ যুবককে ধরে ফেলেন। তখন মন্ত্রী মহোদয় বলেন- ‘উনার কোনো কথা থাকলে আমি শুনি।’

তখন ওই যুবক স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেন, ‘শহীদ আল বোখারী ধ্যান করে হিন্দু, বৌদ্ধ, মুসলমানদের বিভ্রান্ত করছে। তখন যুবককে জিজ্ঞেস করা হয় শহীদ আল বোখারী কে? যুবক উত্তর দেন, মহাজাতক শহীদ আল বোখারী। যুবককে নাম ও পরিচয় জিজ্ঞেস করলে সে নিজের নাম ‘সত্য’ বলে পরিচয় দেন।’
 
শরীফ মাহমুদ অপু  জানান, মূল ঘটনা হচ্ছে ওই যুবক শহীদ আল বোখারীর বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অভিযোগ দিতেই স্টেজে উঠেছিলেন। এ ঘটনাকে কেন্দ্র করে যুলকারনাইন সামি তার নিজের ফেসবুকে পোস্ট দিয়ে অপপ্রচার এবং বিভ্রান্তি ছড়াচ্ছে।

অনুষ্ঠানে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, সংসদ সদস্য ড. বীরেন শিকদার, সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত ও সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপালসহ অনেকে উপস্থিত ছিলেন।

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন