জেলার সংবাদ

স্বর্ণকিশোরীর ওপর হামলা: আসামি জুবায়ের কারাগারে

ঝালকাঠি প্রতিনিধি

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১৩ই অক্টোবর ২০২০ ১০:৩৭:৩৫ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ঝালকাঠিতে স্বর্ণকিশোরী খেতাবপ্রাপ্ত নাসরিন আক্তার সারার ওপর হামলা ও ইভটিজিং মামলার আসামি স্কাউট সদস্য জুবায়ের আদনানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে, ঝালকাঠি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক এ.এস.এম তারেক শামস জামিন আবেদন না মঞ্জুর করে জুবায়েরকে জেলা হাজতে পাঠানোর আদেশ দেন।

মামলার বিবরণে জানা যায়, ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নে বসবাসকারী ও স্কাউট দলের সদস্য জুবায়ের আদনান বেশ কিছুদিন ধরে স্বর্ণকিশোরী খেতাবপ্রাপ্ত নাসরীন আক্তার সারাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলো। এতে রাজি না হওয়ায় জুবায়ের তার ওপর ক্ষিপ্ত হয়ে গত ২ অক্টোবর দুপুরে কিশোরীর বড় বোনের বাসায় গিয়ে অতর্কিত হামলা চালায়। মারধরের এক পর্যায়ে কিশোরী জ্ঞান হারিয়ে ফেললে জুবায়ের পালিয়ে যায়। এ ঘটনায় ওই দিনই জুবায়ের আদনানকে আসামি করে থানায় মামলা করে নাসরিন আক্তার সারা।

এ ঘটনায় জুবায়ের আদনাকে গ্রেপ্তারের দাবিতে গত ৮ অক্টোবর ঝালকাঠি সদর থানার সামনে অনশনে বসেন নাসরীন আক্তার সারা। পরে পুলিশ আসমিকে গ্রেপ্তারের আশ্বাস দিলে অনশন তুলে নেয় কিশোরী।

আরও পড়ুন