বাংলাদেশ

স্বর্ণের দামে নতুন রেকর্ড, ভরি ছাড়াল ২ লাখ ১৮ হাজার টাকা

ডেস্ক রিপোর্ট

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দেশের বাজারে স্বর্ণের দাম আরও একবার বৃদ্ধি পেয়েছে, যা অতীতের সকল রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছেছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৫০ টাকা পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছে, যার ফলে ভালো মানের স্বর্ণের দাম এখন ২ লাখ ১৮ হাজার টাকা ছাড়িয়ে গেছে।

রবিবার (২১শে ডিসেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বাজুস এই সিদ্ধান্তের কথা জানায় এবং নতুন এই দাম সোমবার থেকে কার্যকর হবে বলে নিশ্চিত করা হয়েছে।

 

বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে সোনার দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় স্থানীয় বাজারে এর সমন্বয় করা হয়েছে। বর্তমানে বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম ৪ হাজার ৩৪০ ডলার অতিক্রম করেছে। নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৮ হাজার ১১৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৮ হাজার ২০২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ১ লাখ ৪৮ হাজার ৬০০ টাকায়।

 

সোনার দাম রেকর্ড পরিমাণ বাড়লেও রুপার বাজারে কোনো পরিবর্তন আসেনি। আগের নির্ধারিত দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৫৭২ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ৩৬২ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ৭৩২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ২ হাজার ৮০০ টাকায় বিক্রি হচ্ছে।
 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন