বাংলাদেশ, অর্থনীতি

স্বর্ণের দাম এক লাফে বাড়ল ১ হাজার ৪৭০ টাকা!

ডিবিসি ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২রা সেপ্টেম্বর ২০২৫ ১০:০৩:০৪ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। এ নিয়ে টানা তৃতীয় দফায় বাড়েল স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে আজ মঙ্গলবার (২রা সেপ্টেম্বর) থেকেই কার্যকর হয়েছে নতুন দাম।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণের দাম প্রতি ভরিতে ১ হাজার ৪৭০ টাকা বৃদ্ধি পেয়ে ১ লাখ ৭৫ হাজার ৭৮৮ টাকায় পৌঁছেছে। এর আগে গত শনিবারই প্রতি ভরির দাম ১ হাজার ৬৬৭ টাকা বাড়িয়ে ১ লাখ ৭৪ হাজার ৩১৮ টাকা নির্ধারণ করা হয়েছিল। তার কয়েকদিন আগে গত ২৬ আগস্টেও দাম বেড়েছিল ১ হাজার ৫০ টাকা।

 

বাজুসের নতুন তালিকা অনুসারে, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ এখন ১ লাখ ৬৭ হাজার ৭৯৮ টাকায় বিক্রি হবে। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরির জন্য গুনতে হবে ১ লাখ ৪৩ হাজার ৮২৮ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৯ হাজার ৪২ টাকা।

 

চলতি বছরে এ পর্যন্ত ৪৮ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে দাম বাড়ানোর ঘটনাই বেশি, মোট ৩২ বার। অন্যদিকে, দাম কমানো হয়েছে ১৬ বার। গত বছর এই সমন্বয় হয়েছিল মোট ৬২ বার, যেখানে ৩৫ বার দাম বৃদ্ধি এবং ২৭ বার দাম কমানো হয়েছিল।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন