বাংলাদেশ, অর্থনীতি

স্বর্ণের ভরি এখন ১ লাখ ৮১ হাজার টাকা!

ডিবিসি ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

রবিবার ৭ই সেপ্টেম্বর ২০২৫ ১০:৩৯:৫১ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এবার প্রতি ভরি সোনায় সর্বোচ্চ ২ হাজার ৭১৮ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে।

ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে এক লাখ ৮১ হাজার ৫৫০ টাকায় দাঁড়িয়েছে, যা আগে এক লাখ ৭৮ হাজার ৮৩২ টাকা ছিল। রবিবার (৭ই সেপ্টেম্বর) বাজুসের পক্ষ থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এই তথ্য জানানো হয় এবং উল্লেখ করা হয় যে নতুন এই দাম পরদিন থেকেই কার্যকর হবে।

 

বাজুসের বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর কারণ হিসেবে বলা হয়েছে, স্থানীয় বাজারে খাঁটি বা তেজাবি সোনার মূল্যবৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন এই মূল্যতালিকা নির্ধারণ করা হয়েছে। নতুন নির্ধারিত দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার জন্য গুণতে হবে এক লাখ ৮১ হাজার ৫৫০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরির দাম এক লাখ ৭৩ হাজার ৩০৪ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম এক লাখ ৪৮ হাজার ৫৪১ টাকা ঠিক করা হয়েছে। সনাতন পদ্ধতির সোনার ক্ষেত্রে প্রতি ভরির দাম বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ২৩ হাজার ৬৭ টাকা।

 

তবে, সোনার দাম বাড়লেও রুপার মূল্যে কোনো পরিবর্তন আনা হয়নি। বাজুস জানিয়েছে, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা আগের মতোই ২ হাজার ৮১১ টাকায় বিক্রি হবে। পাশাপাশি, ২১ ক্যারেটের রুপা ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেটের রুপা ২ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ১ হাজার ৭২৬ টাকায় অপরিবর্তিত রয়েছে।

 

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন