আন্তর্জাতিক, ইউরোপ

স্বাধীনতা দিবসে যুদ্ধ জয়ের প্রত্যয় জেলেনস্কির

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

রবিবার ২৪শে আগস্ট ২০২৫ ০৮:৪৬:৪১ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইউক্রেনের স্বাধীনতা দিবসে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার দেশের স্বাধীনতার জন্য শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

তিনি বলেছেন, ইউক্রেন ভুক্তভোগী নয়, বরং একজন যোদ্ধা এবং একটি ন্যায্য ও শান্তিপূর্ণ ভবিষ্যতের জন্য এই সংগ্রাম চলবে। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা ঘোষণার এই বার্ষিকীতে কিয়েভে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, যিনি ১ বিলিয়ন ডলারের বেশি সামরিক সহায়তার ঘোষণা দেন।

 

মার্কিন রাষ্ট্রদূত কিথ কেলগও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যাকে প্রেসিডেন্ট জেলেনস্কি সমর্থনের জন্য ধন্যবাদ জানান এবং 'অর্ডার অফ মেরিট' প্রদান করেন। এদিকে, মস্কো দাবি করেছে যে ইউক্রেন রাশিয়ার বিদ্যুৎ ও জ্বালানি স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে।

 

অন্যদিকে, যুক্তরাজ্য, নরওয়ে ও সুইডেনসহ বিভিন্ন দেশ ইউক্রেনের প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছে এবং সামরিক সহায়তা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে আলাস্কায় একটি বৈঠক অনুষ্ঠিত হলেও শান্তি চুক্তি না হওয়ায় ট্রাম্প হতাশা প্রকাশ করেছেন। এমন পরিস্থিতিতে জেলেনস্কি রাশিয়াকে শান্তি আলোচনা বিলম্বিত করার জন্য অভিযুক্ত করেছেন। সূত্র: বিবিসি

 

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন