বাংলাদেশ, জেলার সংবাদ

স্বামীর মৃত্যুর ১২ মিনিট পর স্ট্রোকে স্ত্রীর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি

ডিবিসি নিউজ

শুক্রবার ৫ই সেপ্টেম্বর ২০২৫ ১০:১০:৪৬ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নোয়াখালীর সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নে স্বামীর মরদেহ নিয়ে ফেরার পথে স্ট্রোক করে মৃত্যু হয়েছে স্ত্রীর। বৃহস্পতিবার (৪ঠা সেপ্টেম্বর) বিকেলে ইউনিয়নের উন্দানিয়া গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

কেশারপাড় ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য (মেম্বার) আবু তালেব টিপু জানান, বৃহস্পতিবার বিকেলে ছায়দুল হক নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়েন। পরে বিকেল ৫টা ৪০মিনিটের দিকে তাকে উপজেলার কানকিরহাট বাজারের পল্লী চিকিৎসক রতন সূত্র ধরের কাছে নেওয়া হলে মৃত ঘোষণা করে। এরপর স্বামীর লাশ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেয় বিবি মরিয়ম। স্বামীর মৃত্যুর ১২ মিনিটের মাথায় অটোরিকশায় স্ট্রোক করে মরিয়ম রাস্তায় পড়ে যান। আবার তাকে একই চিকিৎসকের কাছে নেওয়া হলে মৃত ঘোষণা করা হয়। 

 

তিনি আরও জানান, শুক্রবার সকাল ৯ টায় পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হবে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাদের আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকার মানুষ শোকাহত।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন