আন্তর্জাতিক, আমেরিকা

স্বামী কেকের শেষ টুকরো খেয়ে ফেলায় ২৫ বছরের সংসার ভাঙলেন মার্কিন নারী

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

শুক্রবার ৩১শে অক্টোবর ২০২৫ ০২:৩৭:২৬ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কেকের শেষ একটি টুকরো খেয়ে ফেলায় ২৫ বছরের সংসারের ইতি টানলেন এক মার্কিন নারী। সম্প্রতি এই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, 'রেডিট' নামক আলোচনা ওয়েবসাইটের ৪৬ বছর বয়সী ওই নারী তার এই অভিজ্ঞতার কথা জানান। পোস্টটি দ্রুত ভাইরাল হয়ে যায়।

 

নারীটি জানান, তিনি প্রায়শই তার ৪৮ বছর বয়সী স্বামীর সাথে নানা বিষয়ে তর্কে জড়িয়ে পড়তেন। তাদের বিবাহবার্ষিকী উপলক্ষে, স্বামী তাদের মতবিরোধ মেটানোর জন্য একটি ভ্রমণের পরিকল্পনা করেন। কিন্তু তিনি এমন একটি হোটেল বেছে নেন যেখানে তারা দুজনেই আগে কখনও না যাওয়ার ব্যাপারে একমত হয়েছিলেন।

 

তিনি আরও জানান, তিনি ইতিবাচক মনোভাব রাখলেও হোটেলে পৌঁছানোর পর তার স্বামীর মেজাজ খারাপ হয়ে যায়। স্বামী তাকে রাতের খাবার অর্ডার করতে বললে, তিনি তিনটি পদের সাথে ভাগ করে খাওয়ার জন্য একটি চিজকেকও অর্ডার করেন।

 

খাবারের পর, তিনি বেশি খেতে না পারায় কেকের নিজের অংশটি ফ্রিজে রেখে দেন, যখন তার স্বামী নিজের অংশটি খেয়ে ফেলেন। পরের দিন সকালে তিনি আবিষ্কার করেন যে তার জন্য রাখা কেকের অংশটিও খাওয়া হয়ে গেছে। তিনি এ বিষয়ে স্বামীকে জিজ্ঞাসা করলে, স্বামী প্রথমে অস্বীকার করলেও পরে তার কেক খাওয়ার কথা স্বীকার করেন।

 

পোস্টে ওই নারী ব্যাখ্যা করেন যে, এই সামান্য কেকের ঘটনাটিই তাদের দাম্পত্য জীবনের বৃহত্তর চিত্রকে সামনে এনেছে। তিনি অনুভব করেন যে তার স্বামী অভ্যাসগতভাবেই তার জিনিসপত্র নিয়ে নিতেন, যা কেবল খাবারের মতো তুচ্ছ বিষয়ে সীমাবদ্ধ ছিল না, বরং দৈনন্দিন জীবনের অনেক ক্ষেত্রেই ঘটত। তিনি মনে করতেন যে তিনি কেবল সংসার এবং স্বামীর চাহিদা মেটানোর জন্যই বেঁচে আছেন, যার বিনিময়ে তিনি কিছুই পাননি।

 

তথ্যসূত্র সামা টিভি

 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন