বাংলাদেশ, জেলার সংবাদ

স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো সেই চিকিৎসককে অব্যাহতি

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মো. আবু জাফরের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ানোয় ক্যাজুয়ালটি অপারেশন থিয়েটারের (ওটি) ইনচার্জ ডা. ধনদেব বর্মণকে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

শনিবার সকালে একটি সেমিনারে যোগ দেওয়ার আগে ডিজি আবু জাফর হাসপাতাল পরিদর্শনে গেলে ঘটনার সূত্রপাত হয়। ক্যাজুয়ালটি ওটি পরিদর্শনের সময় কক্ষের ভেতর একটি টেবিল থাকা নিয়ে প্রশ্ন তুললে ডা. ধনদেব ও ডিজির মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। 

 

ভিডিওতে ডা. ধনদেবকে বলতে শোনা যায়, তিনি রোগীদের সঙ্গে ভালো ব্যবহার করলেও দায়িত্বরত উর্ধ্বতনদের সঙ্গে ভালো ব্যবহার করেন না। এছাড়া ঢাকায় প্রশিক্ষণে ডিজির অনুপস্থিতি নিয়েও তিনি প্রশ্ন তোলেন এবং তাকে সাসপেন্ড করলেও সমস্যা নেই বলে মন্তব্য করেন।

 

এ সময় ডিজি ওই চিকিৎসকের আচরণ নিয়ে প্রশ্ন তোলেন এবং উপস্থিত কর্মকর্তাদের ঘটনাটি ভিডিও করতে বলেন। তিনি হাসপাতালের পরিচালকের কাছে ক্ষোভ প্রকাশ করে ডা. ধনদেবকে ওই পদের জন্য অযোগ্য বলে মন্তব্য করেন। এ ঘটনায় ডা. ধনদেব বর্মণ সংবাদমাধ্যমকে জানান, ভিডিওতে সবই স্পষ্ট দেখা গেছে, তাই তার নতুন করে কিছু বলার নেই এবং কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নেবে তিনি তা মেনে নেবেন।

 

ডিবিসি/এমএআর

আরও পড়ুন