ছাত্র-জনতার ঐতিহাসিক আন্দোলনে স্বৈরাচারী সরকারের পতন ঘটলেও দেশে এখনও প্রকৃত গণতন্ত্র ফিরে আসেনি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ বুধবার (৩০শে জুলাই) বিকেলে ঢাকার আশুলিয়ায় বিএনপি আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, হাসিনা ক্ষমতায় টিকে থাকার জন্য সাধারণ মানুষকে গুলি করে হত্যা করেছে এবং গোটা জাতি আজ তার বিচার চায়।
তিনি বলেন, হাসিনা ভারতে পালিয়ে সে দেশের সরকারের আশ্রয়ে থেকে বিভিন্ন উপায়ে দেশে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে।
বিএনপি মহাসচিব আরও বলেন, আমাদের দুর্ভাগ্য যে, রাষ্ট্রীয় সংস্থাগুলোকে ব্যবহার করে এক ভয়াবহ হত্যাযজ্ঞের মাধ্যমে ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় টিকেছিল। ছাত্র-জনতার আত্মত্যাগের বিনিময়ে আমরা সেই দানবের হাত থেকে মুক্তি পেলেও এখনও আমরা সেই কাঙ্ক্ষিত গণতন্ত্রে পৌঁছাতে পারিনি, যেখানে আমাদের অধিকার প্রতিষ্ঠিত হবে।
রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্যকে গণতান্ত্রিক ব্যবস্থার স্বাভাবিক অংশ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক বাদানুবাদ থাকবেই, তবে এমন কোনো পরিস্থিতি তৈরি করা উচিত নয় যা গণতন্ত্রকে পুনরায় বাধাগ্রস্ত করে।
সবশেষে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণতন্ত্রকে পূর্ণরূপে মুক্তি দিতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, আসুন, আমরা দ্রুত নিজেদের মধ্যকার সমস্যাগুলো সমাধান করে একটি গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাই এবং একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করি।
ডিবিসি/ এএমটি