আন্তর্জাতিক

হজের আগে আবহাওয়ার বার্তা দিয়ে সতর্ক করল সৌদি কর্তৃপক্ষ

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

বুধবার ১২ই জুন ২০২৪ ০২:২৩:৫৯ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

এবার হজের সময় সৌদি আরবে তামপাত্রা ৪৮ ° পৌঁছাতে পারে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এজন্য চলতি হজ মৌসুমে তীব্র তাপমাত্রা নিয়ে হাজিদের সতর্ক করেছে সৌদি আরব।

মঙ্গলবার (১১ জুন) বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আরব নিউজের তথ্য। 

 

সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মুহাম্মদ আল-আব্দুল আলি বলেছেন, হজ যাত্রীদের গরম থেকে সুরক্ষিত থাকতে তিনি মন্ত্রণালয় নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছেন। গরমের ক্লান্তি এড়াতে ছাতা ব্যবহার, বেশি বেশি পানি পান ও প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।


তিনি আরও বলেন, ‘সরকার জলবায়ু পরিস্থিতি বিবেচনা করে হজ যাত্রীদের জন্য একটি স্বাস্থ্যকর ও নিরাপদ পরিবেশ প্রদানের জন্য সর্বাত্মক চেষ্টা করছে।’

আগামী ১৪ জুন শুক্রবার থেকে হজের আনুষ্ঠানিকতা শুরু হবে। মুসলমানদের জন্য হজ অন্যতম ইবাদত, যা প্রতি আরবি বছরের জিলহজ মাসে পবিত্র শহর মক্কায় অবস্থিত কাবাকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয়। 

 

এ সময় সারা বিশ্ব থেকে লাখো মানুষ সৌদি আরবের মক্কায় সমবেত হন। মক্কার আঞ্চলিক কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছে, গত শনিবার পর্যন্ত ১৩ লাখ নিবন্ধিত হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।


ডিবিসি/ এসএইচ

আরও পড়ুন