ভ্রমণ

হজের প্রাথমিক নিবন্ধন শুরু ২৭শে জুলাই

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২২শে জুলাই ২০২৫ ১০:৪১:১০ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আগামী ২০২৬ সালে হজে গমনেচ্ছুদের জন্য প্রাথমিক নিবন্ধন শুরু হতে যাচ্ছে। আগামী ২৭ জুলাই থেকে আগ্রহীরা চার লাখ টাকা জমা দিয়ে এই নিবন্ধন সম্পন্ন করতে পারবেন।

সোমবার (২১শে জুলাই) সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০২৬ সালের হজের রোডম্যাপ বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

 

সৌদি সরকারের নতুন রোডম্যাপ অনুযায়ী, এ বছরের ১২ অক্টোবরের মধ্যে হজের চূড়ান্ত নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। এই সময়সীমার মধ্যেই হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধন এবং পরবর্তীতে হজ প্যাকেজের অবশিষ্ট অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন নিশ্চিত করতে হবে।

 

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি আরবে হজযাত্রীদের আবাসনসহ অন্যান্য ব্যয় এবং বিমান ভাড়া চূড়ান্ত হওয়ার পর দ্রুততম সময়ের মধ্যে ২০২৬ সালের পূর্ণাঙ্গ হজ প্যাকেজ ঘোষণা করা হবে।

 

সভায় জানানো হয়, হজযাত্রীদের ভোগান্তি কমাতে এবং হজ ব্যবস্থাপনাকে আরও সুশৃঙ্খল করতে সৌদি সরকার কর্তৃক নির্ধারিত রোডম্যাপ অনুসরণ অপরিহার্য। এই রোডম্যাপের সময়সীমা অনুযায়ী যাবতীয় কার্যক্রম সম্পন্ন করতে না পারলে হজ পালন অনিশ্চিত হয়ে পড়তে পারে।

 

সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীরা ই-হজ সিস্টেম (www.hajj.gov.bd), ‘লাব্বাইক’ মোবাইল অ্যাপ, ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, বায়তুল মোকাররম মসজিদ এবং আশকোনার হজ অফিসের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন। বেসরকারি ব্যবস্থাপনায় হজে যেতে ইচ্ছুকদের অনুমোদিত হজ এজেন্সির মাধ্যমে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

 

সভায় ধর্ম সচিব এ কে এম আফতাব হোসেন প্রামাণিক, হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি সৈয়দ গোলাম সরওয়ারসহ মন্ত্রণালয় ও হাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন