পবিত্র হজ উপলক্ষ্যে বিশ্বের নানা প্রান্ত থেকে লাখো মুসলমান সমাবেত হচ্ছেন সৌদি আরবে। এসময়ে হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং নির্বিঘ্ন চলাচল বজায় রাখতে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।
পবিত্র স্থানসমূহের করিডোর, গলিপথ ও প্রাঙ্গণে ঘুমানোকে নিরুৎসাহিত করা হয়েছে। সারা বিশ্ব থেকে পবিত্র হজ পালনের উদ্দেশে সৌদি আরব যাচ্ছেন হজযাত্রীরা। নিরাপত্তা নিশ্চিত করতে এবং হজযাত্রীদের চলাচল সহজ করতে কিছু নির্দেশনা ও পরামর্শ দিয়েছে দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়। নির্ধারিত স্থানসমূহে অবস্থান করলে চলাচল আরো সহজ হয় এবং হজের ব্যস্ততম সময়ে বিপদের সম্ভাবনা কমে যায় বলে হজ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়।
জনাকীর্ণ এলাকায় শুয়ে পড়লে তা জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি করে এবং জরুরি সেবাদানকারী দলগুলোর দ্রুত সাড়া দেয়ার পথে প্রতিবন্ধকতা তৈরি হয়। এ কারণে মুসল্লিদের কেবলমাত্র নির্ধারিত তাবু বা হোটেল আবাসনে বিশ্রাম নেয়ার পরামর্শ দেয়া হয়েছে। মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, এই ধরণের আচরণ ভিড় বাড়িয়ে জননিরাপত্তাকেও হুমকির মুখে ফেলে দেয়। চলতি বছর হজ পালিত হবে ৪ঠা জুন থেকে ৯জুনের মধ্যে। তবে তা নির্ভর করবে চাঁদ দেখার ওপর। এরইমধ্যে বিভিন্ন দেশ থেকে মুসলমানদের আগমন শুরু হয়েছে। হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের পূর্বাভাস অনুযায়ী এ বছরের হজে আগত মুসল্লির সংখ্যা ২৫ লাখেরও বেশি হতে পারে। হজের দিনগুলোতে থাকতে পারে তীব্র গরম।
ডিবিসি/ রাসেল