আন্তর্জাতিক, আরব

হজে গিয়ে যেভাবে পেতে পারেন সৌদির সিম কার্ড

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১৩ই এপ্রিল ২০২৩ ০৪:৫০:০৫ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আপনি কি হজ বা ওমরাহর জন্য সৌদি আরব যাওয়ার পরিকল্পনা করছেন? অথবা আপনি দেশটিতে বেড়াতে যেতে চাইছেন। সেক্ষেত্রে আপনার কাউকে ফোন করতে এবং অনলাইনে সংযুক্ত থাকার জন্য স্থানীয় সিম কার্ড প্রয়োজন হবে। আর এই সিম কার্ডটি আপনি যেভাবে পেতে পারেন।

সৌদি আরবে যেভাবে সিম কার্ড পাবেন

আপনি যেকোনো টেলিকম প্রদানকারীর কাছ থেকে একটি সিম কার্ড পেতে বেছে নিতে পারেন দর্শক এবং পর্যটকদের জন্য প্যাকেজ অফার। এটি বিমানবন্দরেই করা যেতে পারে, বা পরে আপনার ভ্রমণের সময়, টেলিকম কোম্পানির যেকোনো দোকান বা শো-রুম থেকে এটা নিতে পারেন।

উদাহরণস্বরূপ, আপনি যদি হজ বা ওমরাহ পালন কিংবা ভ্রমণের উদ্দেশ্যে সৌদি যান। আর জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সেক্ষেত্রে আপনি বিমান বন্দরে পৌঁছানোর সঙ্গে সঙ্গে মোবাইল অপারেটর কোম্পানি  এসটিসি (STC) জাইন (Zain)এবং মবিলি (Mobily) এর মত মোবাইল পরিষেবা প্রদানকারীর দোকান দেখতে পাবেন। 

বিকল্পভাবে, আপনি অপারেটরদের দোকান খুঁজার জন্য আপনার হোটেলের কাছে একটি শপিং মলে যেতে পারেন, বা আপনার আশেপাশে একটি মোবাইল দোকান খুঁজতে পারেন যেসব দোকান সিম কার্ড বিক্রি করার জন্য অনুমোদিত৷

এসব সিমগুলো সহজে পেতে আপনাকে পাসপোর্টের কপি ও ভিসা নম্বর/বর্ডার নম্বর লাগবে। এছাড়া বায়োমেট্রিক রেজিস্ট্রেশনের জন্য আপনাকে আপনার আঙ্গুলের ছাপ দিতেও বলা হবে। একবার প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে গেলে আপনি আপনার পরিকল্পনা অনুযায়ী অফার নিতে পারবেন এবং অর্থপ্রদান করতে পারবেন।

যদিও সমস্ত কোম্পানীর প্যাকেজগুলো শুরু করা হয় সৌদি রিয়াল ৩০ দিরহাম থেকে। তবে এর চেয়ে কিছুটা বেশি বা কমও হতে পারে। তাই বিভিন্ন প্যাকেজগুলোর অফার দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে৷ কারণ বিভিন্ন প্যাকেজ দেখে আপনার পছন্দ মতো একটি প্ল্যান করে নিতে পারেন। এতে আপনি কম রেটে কলিং মিনিট বা ইন্টারনেট ডেটা প্যাকেজ পেতে পারেন। সূত্র গালফ নিউজ

ডিবিসি/ এমএলএন

আরও পড়ুন