আন্তর্জাতিক, আমেরিকা

হত্যাকাণ্ড বন্ধের আশ্বাস পেয়ে ইরান নিয়ে সুর নরম করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর হত্যাকাণ্ড বন্ধ হয়েছে বলে তিনি আশ্বাস পেয়েছেন। একই সময়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, তেহরানে কোনো মৃত্যুদণ্ড কার্যকরের পরিকল্পনা নেই।

বুধবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সাথে আলাপকালে ট্রাম্প বলেন, তিনি অন্য পক্ষের অত্যন্ত গুরুত্বপূর্ণ সূত্র থেকে খবর পেয়েছেন ইরানে বিক্ষোভকারীদের হত্যা ও পরিকল্পিত ফাঁসি স্থগিত করা হয়েছে। যদিও তিনি সামরিক অভিযানের সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেননি, তবে তার সুর গত কয়েকদিনের তুলনায় অনেকটাই নরম ছিল।

 

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে স্পষ্ট করে বলেছেন, ফাঁসি বা মৃত্যুদণ্ড দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তেহরান থেকে আসা এই বিবৃতিকে ওয়াশিংটন ইতিবাচক হিসেবে দেখছে।

 

তবে তেহরানের সুর পুরোপুরি নরম নয়। ইসলামি রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) কমান্ডার মোহাম্মদ পাকপুর এক বিবৃতিতে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল কোনো ধরনের 'ভুল হিসাব' করলে ইরান তার দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত। তিনি ট্রাম্প ও নেতানিয়াহুকে ইরানের তরুণদের 'হত্যাকারী' হিসেবেও অভিহিত করেন।

 

উত্তেজনা কমার লক্ষণের মধ্যেই বুধবার কাতার থেকে নিজেদের কিছু সেনাসদস্য সরিয়ে নিতে শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। ইরান আগে থেকেই সতর্ক করেছিল যে, তাদের ওপর হামলা হলে তারা প্রতিবেশী দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা আঘাত হানবে। এই আশঙ্কায় ওই অঞ্চলের বেশ কিছু দেশ তাদের নাগরিকদের সুরক্ষায় বিশেষ সতর্কতা জারি করেছে।

 

তথ্যসূত্র আল জাজিরা


ডিবিসি/এমইউএ

আরও পড়ুন