বাংলাদেশ, রাজনীতি

হত্যাচেষ্টার মামলায় আওয়ামীপন্থি ৬১ আইনজীবীর জামিন স্থগিত থাকবে

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

সোমবার ১৯শে মে ২০২৫ ০৪:৩৬:১৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সরকারবিরোধী আন্দোলনের সময় আইনজীবীদের মারধর ও হত্যাচেষ্টার মামলায় আওয়ামী লীগপন্থি ৬১ আইনজীবীর জামিন স্থগিতই থাকবে বলে নির্দেশ দিয়েছে আপিল বিভাগ।

আজ (১৯শে মে) বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আদালতে এই রায় দেয়া হয়। একইসঙ্গে আগামী দুই সপ্তাহের মধ্যে হাইকোর্টকে রুল নিষ্পত্তির নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত। 

 

গত (২২শে এপ্রিল) বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমান ও বিচারপতি কাজী এবাদত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আওয়ামীপন্থি ৬১ আইনজীবীকে জামিন দেয় হাইকোর্ট। 

 

এর আগে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ঢাকা আইনজীবী সমিতির সদস্যদের ওপর হামলা, আইনজীবীদের চেম্বার ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে আওয়ামী লীগপন্থি ১৪৪ আইনজীবীর বিরুদ্ধে মামলা করা হয়।

 

ডিবিসি/নাসিফ

আরও পড়ুন