বাংলাদেশ, রাজধানী

হত্যাচেষ্টা মামলায় ডাকসু ভিপি প্রার্থী জালাল গ্রেপ্তার

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

বুধবার ২৭শে আগস্ট ২০২৫ ১২:৪৮:১৬ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র ভিপি প্রার্থী জালাল আহমদ জালালকে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়ের করা মামলার প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর।

ওসি খালিদ মনসুর জানান, মঙ্গলবার (২৬শে আগস্ট) রাতে হাজী মুহম্মদ মুহসীন হলের ৪৬২ নম্বর রুমে জালাল আহমদ তার রুমমেট রবিউল হককে ছুরিকাঘাত করেন। এ ঘটনায় হল ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় পুলিশ জালালকে হেফাজতে নেয়। এরপর রাতেই বিশ্ববিদ্যালয় প্রশাসন তার বিরুদ্ধে শাহবাগ থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করে। টেলিভিশন অ্যান্ড ফিল্ম ডিপার্টমেন্টের শিক্ষার্থী ও ডাকসু ভিপি প্রার্থী জালালকে সেই মামলায় রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

 

আহত রবিউল হক ২০১৮-১৯ সেশনের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। বর্তমানে তিনি ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিউল জানান, রাত সাড়ে ১২টার দিকে জালাল রুমে এসে লাইট জ্বালিয়ে শব্দ করতে থাকলে তার ঘুম ভেঙে যায়। তিনি জালালকে শব্দ না করার অনুরোধ করলে জালাল তাকে 'অবৈধ' ও 'বহিরাগত' বলে গালি দেন এবং একপর্যায়ে তাকে আঘাত করেন।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, রুমমেট জালাল ও রবিউলের মধ্যে দীর্ঘদিন ধরে চলা বাকবিতণ্ডার জেরেই এই ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে।

 

ঘটনার পরপরই হাজী মুহাম্মদ মুহসীন হলের প্রাধ্যক্ষ ড. মো. সিরাজুল ইসলাম জালালকে হল থেকে বহিষ্কারের ঘোষণা দেন এবং তার ছাত্রত্ব বাতিলেরও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদ জানান, জালাল আহমদের বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ ছিল। তিনি বলেন, আসন্ন ডাকসু নির্বাচনে এই ঘটনার কোনো প্রভাব পড়বে না। প্রক্টর আরও জানান, হাজী মুহাম্মদ মুহসীন হলের প্রভোস্টের পদত্যাগের দাবিতে কিছু শিক্ষার্থী আন্দোলন করলেও, যদি তারা পদ্ধতিগতভাবে উপাচার্যের কাছে তাদের দাবি উপস্থাপন করে, তবে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

 

ডিবিসি/এনএসএফ

আরও পড়ুন