হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সুতাং নদীতে নিখোঁজের ৩ দিন পর মুনতাহা (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ই আগস্ট) দুপুরে উপজেলার বদরগাজী এলাকায় সুতাং নদীর একটি নির্মাণাধীন সেতুর পাশ থেকে তার মরদেহ ভেসে ওঠে। মুনতাহা উপজেলার হলদিউড়া গ্রামের বাসিন্দা সবুজ মিয়ার মেয়ে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সোমবার (৪ঠা আগস্ট) দুপুরে খেলতে গিয়ে সুতাং নদীতে পড়ে নিখোঁজ হয় শিশু মুনতাহা। পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে হবিগঞ্জ ফায়ার সার্ভিসকে বিষয়টি জানানো হলে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের একটি টিম ঘটনাস্থলে অভিযান চালায়।
টিম লিডার ফখরুল ইসলামের নেতৃত্বে ডুবুরি দল মঙ্গলবার ও বুধবার ২ দিনব্যাপী উদ্ধার অভিযান চালায়, তবে কোনো সন্ধান মেলেনি।
আজ দুপুরে নির্মাণাধীন একটি সেতুর পাশ থেকে মুনতাহার মরদেহ ভেসে ওঠে। স্থানীয়রা মরদেহটি দেখে পুলিশে খবর দেন।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ডিবিসি/এইচএপি