বাংলাদেশ, জাতীয়, জেলার সংবাদ

হবিগঞ্জের জেলা প্রশাসক করোনায় আক্রান্ত

হ্যাপী মাহমুদ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৫ই মে ২০২০ ০১:৪৩:২৩ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

হবিগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ কামরুল হাসান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলা প্রশাসনের মোট পাঁচজন কর্মকর্তা-কর্মচারী আক্রান্ত হয়েছেন।

আজ সোমবার (৪ঠা মে) সন্ধ্যায় ডেপুটি সিভিল সার্জন মুখলিছুর রহমান উজ্জল বিষয়টি নিশ্চত করেন। তিনি জানান, ডিসি মোহাম্মদ কামরুল হাসান বর্তমানে হোম কোয়ারেন্টিনে আছেন। তবে অধিকতর নিশ্চিতের জন্য তার নমুনা ঢাকায় পাঠানোর জন্য আবারও সংগ্রহ করা হয়েছে।

এ নিয়ে হবিগঞ্জ জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ডাক্তার নার্সসহ ৭৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন।  এর মধ্যে ৫ জন ডাক্তার ও ৫ জন নার্সসহ শুধু স্বাস্থ্যকর্মীই রয়েছেন ২৪ জন।  জেলা প্রশাসকসহ জেলা প্রশাসন কর্মকর্তা রয়েছেন ৫ জন।

এদিকে, তিনদিন লকডাউন থাকার পর রবিবার (৩রা মে) আংশিক খুলে দেয়া হয় জেলা সদর হাসপাতালসহ দুটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবা।  এছাড়া কোন প্যাথলজিস্ট না থাকায় রক্তের নমুনাও দিতে পারছেন না মানুষ।  

আরও পড়ুন