বাংলাদেশ, রাজধানী

হবিগঞ্জের বাহুবলে জমি নিয়ে সংঘর্ষে আহত ৩০, ঘরবাড়িতে আগুন ও ভাঙচুর

হবিগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

হবিগঞ্জের বাহুবল উপজেলার বক্তারপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে দু'পক্ষের ভয়াবহ সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে সংঘটিত এই ঘটনায় বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বক্তারপুর গ্রামের মুক্তার হোসেন ও আমজদ আলীর মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় আজ দুপুরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় একপক্ষ অপরপক্ষের বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে।

 

সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হন। আহতদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে গুরুতর আহত দু'জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

 

এ বিষয়ে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, জমি নিয়ে বিরোধের জেরে উভয়পক্ষের মধ্যে এই সংঘর্ষ হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

ডিবিসি/এনএসএফ

আরও পড়ুন