হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় কৃষিজমি নিয়ে বিরোধের জেরে মাহফুজ মিয়া নামের এক কৃষককে কুপিয়ে হত্যার ঘটনার মাত্র ১২ ঘণ্টার মধ্যেই মামলার প্রধান অভিযুক্ত মারুফ তালুকদারকে (৩০) গ্রেপ্তার করেছে র্যাব–৯।
রোববার (২৪শে নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের নতুন ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মারুফ পৈলারকান্দি গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
র্যাব জানায়, হত্যাকাণ্ডের পর অভিযুক্ত মারুফ ঢাকায় পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পৈলারকান্দি ইউনিয়নের পৈলারকান্দি হাওরের জমিতে বাঁধ দেওয়া নিয়ে নিহত মাহফুজ মিয়ার সঙ্গে মারুফ, ইয়াহিয়া ও আরও কয়েকজনের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
এই বিরোধের জেরে শনিবার (২৩শে নভেম্বর) গভীর রাতে বসন্তপুর–পৈলারকান্দি সড়কের ড্রেন কালভার্টের কাছে মাহফুজ মিয়াকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে প্রতিপক্ষ। হামলায় মাহফুজ মিয়ার হাত–পায়ের রগ কেটে দেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করলে রোববার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
অভিযানের বিষয়ে র্যাব–৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মো. সাজ্জাদ হোসেন বলেন, ‘হত্যাকাণ্ডের ১২ ঘণ্টার মধ্যেই আমরা প্রধান অভিযুক্ত মারুফ তালুকদারকে আইনের আওতায় আনতে সক্ষম হয়েছি। মামলার অপর আসামি ইয়াহিয়াসহ পলাতক অন্যদের গ্রেপ্তারে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।’
ডিবিসি/এনএসএফ