হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পাথর ও বালুবোঝাই ট্রাকসহ পাঁচটি যানবাহনে তল্লাশি চালিয়ে প্রায় সাড়ে ৫ কোটি টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (২১শে নভেম্বর) বেলা সাড়ে ১১টায় বিজিবি ৫৫ ব্যাটালিয়নের সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিযানের বিস্তারিত তুলে ধরেন ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৪ ঘণ্টায় সাতছড়ি–তেলিয়াপাড়া এলাকার ঢাকা–সিলেট পুরাতন মহাসড়কে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তথ্যপ্রযুক্তির সহায়তায় মোট পাঁচটি সন্দেহভাজন যানবাহন আটক করা হয়। এর মধ্যে রয়েছে পাথর ও বালুবোঝাই দুটি ট্রাক, একটি কাভার্ডভ্যান, একটি পিকআপ ভ্যান এবং কুরিয়ার সার্ভিসের স্টিকারযুক্ত একটি মাইক্রোবাস।
চোরাকারবারিরা অভিনব কৌশলে এসব পণ্যের পাচার করছিল। তল্লাশিকালে ট্রাকের পাথর ও বালুর স্তূপের নিচে লুকানো অবস্থায় ভারতীয় শাড়ি ও কসমেটিকস পাওয়া যায়। পিকআপ ভ্যানে পাথর ও ইটের টুকরোর নিচে লুকিয়ে রাখা হয়েছিল ভারতীয় চকলেট। এছাড়া কাভার্ডভ্যান থেকে জিরা ও বিভিন্ন প্রসাধনী সামগ্রী এবং কুরিয়ার সার্ভিসের মাইক্রোবাস থেকে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস উদ্ধার করা হয়।
বিজিবির তথ্যমতে, জব্দকৃত এসব ভারতীয় পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ৫ কোটি টাকা। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে উদ্ধার করা মালামাল কাস্টমসে জমা দেওয়া হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
ডিবিসি/এনএসএফ