বাংলাদেশ, জেলার সংবাদ

হবিগঞ্জে নির্মাণাধীন ভবনে দুর্ঘটনা: পানির ট্যাংকে পড়ে ২ জনের মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

রবিবার ১৩ই জুলাই ২০২৫ ১২:৪৯:৫৯ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে নির্মাণাধীন একটি ভবনের সাটারিং খুলতে গিয়ে নিচে থাকা পানির ট্যাংকে পড়ে এক তত্ত্বাবধায়কসহ দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

দুর্ঘটনাটি শনিবার (১২ই জুলাই) রাত আনুমানিক ৯টার দিকে শায়েস্তাগঞ্জ উপজেলার সাবাজপুর এলাকায় ঘটে। নিহতরা হলেন- ওই বাসার তত্ত্বাবধায়ক মানিক মিয়া (৩০) এবং নির্মাণশ্রমিক রফিক মিয়া (৩৫)।

 

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সাবাজপুর এলাকার আনোয়ার হোসেনের নির্মাণাধীন ভবনে শনিবার রাতে নির্মাণশ্রমিক রফিক মিয়া একটি সাটার খোলার কাজ করছিলেন। এ সময় হঠাৎ সাটারটি ভেঙে তার ওপর পড়লে তিনি ভারসাম্য হারিয়ে পাশের পানির ট্যাংকে পড়ে যান। তাকে উদ্ধার করার জন্য তত্ত্বাবধায়ক মানিক মিয়া এগিয়ে গেলে তিনিও ট্যাংকে পড়ে যান। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

 

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুজনের মরদেহ উদ্ধার করে। ওসি আরও জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

ডিবিসি/আরএসএল 

আরও পড়ুন