বাংলাদেশ, জেলার সংবাদ

হবিগঞ্জে প্রথম মহিলা মসজিদ, একসাথে নামাজ পড়েন ৩০০ ছাত্রী

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

বুধবার ১৪ই মে ২০২৫ ১১:১০:৪৭ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

প্রবাসীর অর্থায়নে হবিগঞ্জ জেলায় প্রথম স্থাপিত হয়েছে নারীদের জন্য মসজিদ। নবীগঞ্জের দারুল হিকমাহ জামেয়া ইসলামিয়া আলিম মাদরাসার বালিকা শাখায় হযরত ফাতিমা (রা.) মহিলা হিফজ ভবন ও মসজিদে প্রতিদিন নামাজ আদায় করেন প্রায় ৩০০ ছাত্রী। মসজিদটি নারীর জন্য ধর্মীয় শিক্ষা ও ইবাদতের এক ব্যতিক্রমধর্মী প্ল্যাটফর্ম হিসেবে এলাকায় দৃষ্টান্ত স্থাপন করেছে।

নবীগঞ্জ পৌরসভার পূর্বতিমিরপুর এলাকার দারুল হিকমাহ জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা। এটি একটি পূর্ণাঙ্গ ধর্মীয় শিক্ষা কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। এক সময় নামাজ আদায় করতে গিয়ে নানান ভোগান্তি পোহাতে হতো ছাত্রীদের। তবে এই ভোগান্তি কেটেছে, এখন সকল সুবিধাসহ মনোমুগ্ধকর পরিবেশে তারা নিজস্ব মসজিদে নিয়মিত নামাজ আদায় করছেন। প্রতি বৃহস্পতিবার এই মসজিদে কুরআন হাদীস চর্চার বিশেষ আয়োজনের মাধ্যমে ছাত্রী ও এলাকার বয়স্ক নারীরা ধর্মীয় জ্ঞানে সমৃদ্ধ হচ্ছে। মসজিদটি নির্মাণ করেন প্রবাসী সমাজসেবক মামুন চৌধুরী।

 

২০২২ সালে হবিগঞ্জের তৎকালীন জেলা প্রশাসক ইশরাত জাহান মসজিদটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এই মসজিদে দূর-দূরান্তের অনেক নারীযাত্রী গাড়ি থামিয়ে নামাজ আদায় করেন। মহিলা মসজিদটি হবিগঞ্জ জেলার নারী ধর্মীয় শিক্ষার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

 

ডিবিসি/ রাসেল 

আরও পড়ুন