বাংলাদেশ, জেলার সংবাদ

হবিগঞ্জে প্রবাসীর বাড়ির পাশ থেকে পরিত্যক্ত হ্যান্ড গ্রেনেড উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পরিত্যক্ত অবস্থায় একটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করেছে সেনাবাহিনী ও পুলিশ।

বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলার বানিয়াচং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের শিলাপাঞ্জা গ্রামের ওমান প্রবাসী মো. মতিউর রহমানের বাড়ির পাশ থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়।


স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে, দুপুরে ওমান প্রবাসী মো. মতিউর রহমানের বাড়ির পাশের একটি ডোবার কাছে মাটি কাটার কাজ করছিলেন শ্রমিকরা। এসময় মাটির নিচে একটি সন্দেহজনক বস্তু দেখতে পান তারা। বস্তুটি গ্রেনেড সদৃশ মনে হওয়ায় এলাকাবাসী তাৎক্ষণিকভাবে বানিয়াচং থানা পুলিশ ও স্থানীয় সেনাক্যাম্পে খবর দেন।


খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলেন এবং গ্রেনেডটি নিরাপদ অবস্থানে সরিয়ে নেন। পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত গ্রেনেডটির গায়ে “CCS-60C TEAR GAS HAND GRENADE” লেখা রয়েছে। এটি মূলত একটি টিয়ার গ্যাস গ্রেনেড।


বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেনেড উদ্ধারের পর এলাকাটি নিরাপত্তার আওতায় আনা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। বিশেষজ্ঞ দলটি ঘটনাস্থলে পৌঁছে গ্রেনেডটি পরীক্ষার পর সেটি নিষ্ক্রিয় করার ব্যবস্থা গ্রহণ করবে।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন