হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) চোরাচালান বিরোধী পৃথক দুইটি বিশেষ অভিযানে অভিনব কায়দায় লুকানো অবস্থায় প্রায় ১ কোটি ৩০ লাখ টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস, জিরা ও মশার কয়েল জব্দ করেছে।
বুধবার (২৮ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে ভোরে মাধবপুর উপজেলার ঢাকা–সিলেট মহাসড়কের সাতছড়ি তেলিয়াপাড়া এলাকায় কৌশলগতভাবে অবস্থান নেয় বিজিবির বিশেষ টহল দল। প্রথম অভিযানে একটি কাভার্ডভ্যানকে সংকেত দিয়ে থামিয়ে তল্লাশি চালানো হয়।
তল্লাশীকালে গাড়িটির ভেতরে বিশেষভাবে তৈরি গোপন চেম্বার ও মালামালের আড়ালে লুকানো অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিকস এবং বাংলাদেশি মশার কয়েল উদ্ধার করা হয়, যা পরিবহনের সময় বাইরে থেকে শনাক্ত করা কঠিন ছিল।
ওইদিন ভোরে একই এলাকায় পৃথক অভিযানে একটি ট্রাক তল্লাশি করে বালুর স্তরের নিচে বস্তাবন্দি করে রাখা বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ করা হয়।
বিজিবি জানায়, জব্দকৃত চোরাই পণ্য সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। সীমান্তে চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
ডিবিসি/ এইচএপি