বাংলাদেশ, জেলার সংবাদ

হবিগঞ্জে বড় ভাইয়ের পালিয়ে বিয়ে, ছোট ভাইকে খুন করলো মেয়ের পরিবার!

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

বুধবার ২২শে অক্টোবর ২০২৫ ০৭:৪৩:১৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় প্রতিপক্ষের হামলায় সাদেক মিয়া (১৮) নামে এক কিশোর নিহত হয়েছেন। বুধবার (২২শে অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার মন্দরী ইউনিয়নের বলাকীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সাদেক মিয়া ওই গ্রামের লেবু মিয়ার ছেলে।

 

পুলিশ জানায়, লেবু মিয়ার ছেলে এনায়েত মিয়া প্রতিবেশী সরাজ মোল্লার মেয়েকে নিয়ে পালিয়ে বিয়ে করেন। তবে এ বিয়ে মেনে নেয়নি সরাজ মোল্লা ও তার পরিবার। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।

 

বুধবার বিকেলে সরাজ মোল্লার ছেলে রিহাত মিয়াসহ কয়েকজন লেবু মিয়ার ছোট ছেলে সাদেক মিয়াকে বাড়ির পাশে পেয়ে কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

এ ঘটনায় বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ বলেন, ‘প্রেমঘটিত একটি বিয়েকে কেন্দ্র করে বরের ছোট ভাইকে কনে পক্ষের লোকজন কুপিয়ে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানানো হবে।’

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন