বাংলাদেশ, জেলার সংবাদ

হবিগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫টি বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ২৭ লাখ টাকা

হবিগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১৫টি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

শুক্রবার (২রা জানুয়ারি) রাতে উপজেলার নুরপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২৭ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।

 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গ্রামের সজিব মিয়া ও রেনু মিয়ার রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পাশের বসতঘরগুলোতে ছড়িয়ে পড়ে এবং পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। 

 

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। ফায়ার সার্ভিস কর্মীদের দীর্ঘ প্রচেষ্টার পর রাত সাড়ে ৮টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

 

ততক্ষণে আগুনের গ্রাসে ১৩টি পরিবারের অন্তত ১৫টি বসতঘর ভস্মীভূত হয়ে যায়। ঘরগুলোর আসবাবপত্র, নগদ অর্থ, কাপড়চোপড়সহ মূল্যবান সব মালামাল পুড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো চরম বিপাকে পড়েছেন। ঘটনার পর থেকে তারা খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।

 

বিষয়টি নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার আরিফুল ইসলাম জানান, আগুনের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। প্রাথমিকভাবে রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে, তবে বিস্তারিত তদন্ত শেষে জানা যাবে। 

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন