জেলার সংবাদ

হবিগঞ্জে শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ‘মার্চ ফর ইনসাফ’ পালিত

হবিগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

শহীদ ওসমান হাদি হত্যার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে হবিগঞ্জে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি পালিত হয়েছে। রবিবার (১৮ জানুয়ারি) দুপুরে ‘জুলাই রেভ্যুলেশনারী অ্যালায়েন্স’ হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচীর অংশ হিসেবে শহরের কোর্ট মসজিদ প্রাঙ্গণ থেকে একটি পদযাত্রা বের হয়ে আরডি হলের সামনে গিয়ে শেষ হয়।

পদযাত্রাকালে সংগঠনের নেতাকর্মীরা পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেন। পরে আরডি হলের সামনে শহীদ হাদি হত্যার বিচারের দাবিতে এক পথসভা অনুষ্ঠিত হয়।

 

সংগঠনের আহ্বায়ক পলাশ মাহমুদের সভাপতিত্বে ও সদস্য সচিব তোফায়েল আহমেদের সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন—বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহাদী হাসান, মিনজাব সাহাম, শাহীন আহমেদ, আলমগীর, হাসান, আবির ও শাহরিয়ার আহমেদ নাজিম।

 

বক্তারা বলেন, আধিপত্যবিরোধী আন্দোলনের শহীদ ওসমান হাদি হত্যার ৩৭ দিন পেরিয়ে গেলেও বিচার কার্যক্রমে এখনো কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। একটি নৃশংস ও জঘন্য হত্যাকাণ্ডের পরও বিচার না হওয়ায় সাধারণ মানুষের মধ্যে গভীর ক্ষোভ ও হতাশা সৃষ্টি হয়েছে। তারা অভিযোগ করে বলেন, জুলাই শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে থাকা সরকার এখনো শহীদ হাদি হত্যার ন্যায়বিচার নিশ্চিত করতে পারেনি।

 

পথসভায় বক্তারা আরও বলেন, দেশে একাধিক গোয়েন্দা সংস্থা থাকা সত্ত্বেও এই হত্যাকাণ্ডে কারা জড়িত, তা এখনো উন্মোচিত না হওয়া রহস্যজনক। এই ঘটনায় সরকার-সংশ্লিষ্ট কেউ কিংবা ভিন্ন কোনো পক্ষ জড়িত থাকলেও—দোষী যেই হোক না কেন—নির্বাচনের আগেই হত্যার বিচার নিশ্চিত করতে হবে। এটিই তাদের স্পষ্ট দাবি।

 

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে। শহীদ হাদি হত্যার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না।

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন