হলি ক্রস উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রাজধানীতে প্রথমবারের মতো এমন অনুষ্ঠান ঘিরে উৎসবে মেতে ওঠেন বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা।
পরিচিত মুখ গুলো কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন তারা। সবাই যেন খুঁজে ফিরছিলেন পুরনো সব স্মৃতি। গানে, আড্ডায়, স্মৃতিচারণে মুখরিত হয়ে ওঠে হলি ক্রস বিদ্যালয় প্রাঙ্গণ।
অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সিস্টার কল্পনা কস্তা বলেন, সমাজে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা সবসময় অগ্রণী ভূমিকা পালন করে। আমার প্রত্যাশা বাসযোগ্য একটি সুস্থ, সুন্দর পৃথিবী গড়ে তুলতে তোমরা তোমাদের প্রচেষ্টা অব্যাহত রাখবে।
অনুষ্ঠানের আহ্বায়ক রোজলিন সারা বলেন, হলি ক্রস উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রধান বৈশিষ্ট্য, সততা ও শৃঙ্খলা যা দিয়ে তারা জয় করেছে পুরো বিশ্ব। তিনি আশা প্রকাশ করেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই মূল্যবোধের চর্চা করবে এবং অন্যকে উৎসাহিত করবে।
ডিবিসি/কেএলডি