বাংলাদেশ, আইন ও কানুন

হাজিরা শেষে মমতাজ বেগমকে রিমান্ডে পাঠিয়েছে আদালত

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২৭শে মে ২০২৫ ০৬:০৩:৫৩ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মানিকগঞ্জের সিংগাইরে হত্যা মামলার নিয়মিত হাজিরা শেষে সাবেক সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে চারদিন ও হরিরামপুরে নাশকতা মামলায় আরও দুই দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

আজ (২৭শে মে) দুপুরে মমতাজ বেগমকে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরীর আদালতে তোলা হলে তিনি এই আদেশ দেন। এর আগে,  সকালে কেন্দ্রীয় কাশিমপুর কারাগার থেকে তাকে মানিকগঞ্জ আদালতে নিয়ে যাওয়া হয়। আদালত প্রাঙ্গণে অনাকাঙ্খিত ঘটনা এড়াতে কড়া পুলিশি পাহারা ছিলো। 

 

২০১৩ সালে হরতালের দিন সিংগাইর উপজেলার গোবিন্দল এলাকায় হরতাল সমর্থনে একটি মিছিলে পুলিশের গুলিতে চারজন নিহত হন। প্রায় এক যুগ পর চলতি বছরের (২৫শে অক্টোবর) নিহত এক ব্যক্তির স্বজন সিংগাইর থানায় মমতাজ বেগমকে প্রধান আসামি করে হত্যা মামলা করেন।

 

এছাড়া হরিরামপুরে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগে আরো একটি নাশকতার মামলা রয়েছে মমতাজের বিরুদ্ধে।

  

ডিবিসি/এনএসএফ

আরও পড়ুন