আন্তর্জাতিক, ভারত

হাত মেলানোর দু’দিন পরই পাকিস্তানকে 'খারাপ প্রতিবেশী' বলে জয়শঙ্করের হুমকি

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৯ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সৌজন্য বিনিময়ের রেশ কাটতে না কাটতেই সুর বদল করে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। শুক্রবার (২রা জানুয়ারি) চেন্নাইয়ের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) মাদ্রাজের শিক্ষার্থীদের উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি পাকিস্তানকে একটি 'খারাপ প্রতিবেশী' হিসেবে অভিহিত করেন এবং স্পষ্ট করে দেন যে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে নিজের জনগণকে রক্ষা করার পূর্ণ অধিকার ভারতের রয়েছে।

গত বছর পরিচালিত 'অপারেশন সিন্দুর'-এর প্রতি ইঙ্গিত করে পররাষ্ট্রমন্ত্রী বলেন যে ভারত তার আত্মরক্ষার জন্য যা প্রয়োজন তাই করবে এবং এ বিষয়ে বাইরের কেউ ভারতকে কী করতে হবে বা না হবে তা বলে দিতে পারে না।

 

জয়শঙ্কর তাঁর বক্তব্যে বলেন যে একটি দেশ যদি পরিকল্পিত এবং অনুতপ্ত না হয়ে ক্রমাগত সন্ত্রাসবাদ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, তবে ভারতের অধিকার আছে নিজের জনগণকে রক্ষা করার এবং ভারত সেই অধিকার যথাযথভাবে প্রয়োগ করবে। 

 

তিনি আরও যোগ করেন যে ভারত এই অধিকার কীভাবে প্রয়োগ করবে সেটি একান্তই ভারতের নিজস্ব সিদ্ধান্ত। ভারতের পশ্চিম দিকের প্রতিবেশীর আচরণকে দায়ী করে তিনি জানান যে প্রতিবেশীর সাথে সুসম্পর্ক না থাকলে সেই সুসম্পর্কের সুবিধাও পাওয়া সম্ভব নয়।

 

সিন্ধু নদ পানিবণ্টন চুক্তি সম্পর্কে কথা বলতে গিয়ে জয়শঙ্কর উল্লেখ করেন যে পহেলগাম হামলার পর এই চুক্তিটি স্থগিত রাখা হয়েছে। তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে বলেন যে দশকের পর দশক ধরে সন্ত্রাসবাদ চলতে থাকলে সেখানে কোনো সুপ্রতিবেশীসুলভ সম্পর্ক থাকতে পারে না। 

 

পানি ভাগ করে নেওয়া এবং একই সাথে সন্ত্রাসবাদ চালিয়ে যাওয়া এই দুটি বিষয় কোনোভাবেই একসাথে চলতে পারে না বলে তিনি মন্তব্য করেন। ভারতের অনেক সমস্যাই পাকিস্তানি সেনাবাহিনী থেকে তৈরি হয় বলে তিনি পুনরায় উল্লেখ করেন এবং দেশটির বর্তমান সামরিক নেতৃত্বের সমালোচনা করেন।

 

পাহলগাম হামলার প্রেক্ষাপট টেনে প্রতিবেদনে উল্লেখ করা হয় যে ২০২৫ সালের এপ্রিলে ঘটা সেই হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর ভারত পাল্টা ব্যবস্থা হিসেবে 'অপারেশন সিন্দুর' শুরু করেছিল। 

 

সেই অভিযানে পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরে একাধিক সন্ত্রাসী আস্তানা ধ্বংস করা হয় এবং শতাধিক সন্ত্রাসী নিহত হয়। পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের এদিনের বক্তব্যে এটি স্পষ্ট যে সন্ত্রাসবাদ ইস্যুতে ভারতের অবস্থান বিন্দুমাত্র নমনীয় হয়নি এবং জাতীয় নিরাপত্তার স্বার্থে ভারত যেকোনো কঠোর পদক্ষেপ নিতে দ্বিধা করবে না।

 

সূত্র: এনডিটিভি

 

ডিবিসি/এনএসএফ

আরও পড়ুন