ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় আরও তিনজনকে আটকের তথ্য দিয়েছে র্যাব; তাদের মধ্যে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত ফয়সাল করিম মাসুদের স্ত্রী রয়েছেন।
রবিবার (১৪ই ডিসেম্বর) রাতে তাদের নারায়ণগঞ্জ ও ঢাকা থেকে আটকের তথ্য এক বার্তায় দিয়েছে পুলিশের বিশেষ এ ইউনিট। তারা হলেন, ফয়সালের স্ত্রী সামিয়া ও শ্যালক শিপু এবং বান্ধবী মারিয়া।
র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক ইন্তেখাব চৌধুরী গণমাধ্যমে জানান, সামিয়া ও শিপুকে নারায়ণগঞ্জ থেকে এবং মারিয়াকে ঢাকা থেকে আটক করা হয়।
তিনি বলেন, শুক্রবার (১২ই ডিসেম্বর) হাদিকে গুলির আগে ও পরে তাদের সঙ্গে ফয়সালের ঘনঘন ফোনে কথা বলার তথ্য পেয়েছেন তারা। এ নিয়ে র্যাব চারজনকে আটকের কথা জানিয়েছে। এর আগে গুলি সময় ব্যবহার করা মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকেও আটক করে তারা। পরে তাকে ৫৪ ধারায় আটক দেখিয়ে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
অপরদিকে হাদিকে গুলিবর্ষণকারীদের পালানো ঠেকাতে সীমান্তে কঠোর নজরদারির মধ্যে শেরপুরের নালিতাবাড়ী এলাকা থেকে দুইজনকে আটক করে গোয়েন্দা পুলিশ।
সবশেষ তিনজনকে আটকের বিষয়ে রবিবার রাতে পাঠানো বার্তায় র্যাব জানায়, এই ঘটনার মূল অভিযুক্ত ফয়সালের স্বাক্ষর করা বিপুল পরিমাণ চেকবই এবং ইলেকট্রনিক ডিভাইসহ তিনজন সন্দিগ্ধ ব্যক্তিকে পুলিশের নিকট হস্তান্তর করেছে র্যাব।
শুক্রবার দুপুরে ঢাকার বিজয়নগর পানির ট্যাংকির সামনে ওসমান হাদিকে গুলি করা হয়। চলন্ত অটোরিকশায় থাকা হাদিকে গুলি করেন চলন্ত মোটরসাইকেলের পেছনে বসে থাকা আততায়ী। গুলিটি লাগে হাদির মাথায়।
ডিবিসি/কেএলডি