স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
বৃহস্পতিবার (১৮ই ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে অন্যান্য ধর্মের অনুসারীদের কাছেও হাদির সুস্থতার জন্য প্রার্থনা করার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
তিনি বলেন, আমাদের ছোট ভাই ওসমান হাদি দ্রুত সুস্থ হয়ে যাতে আমাদের কাছে ফিরে আসতে পারে সেজন্য আগামীকাল জুম্মার নামাজের পর সবাই তার জন্য দোয়া করবেন।
সম্প্রতি রাজধানীতে আততায়ীর গুলিতে গুরুতর আহত হয়ে ওসমান হাদি এখন সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন।
ডিবিসি/কেএলডি