বাংলাদেশ, জাতীয়

হাদির ওপর হামলাকারীদের বিষয়ে এখনই সব বলা যাবে না, ডাকসু প্রতিনিধির দাবি যৌক্তিক: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

সোমবার ১৫ই ডিসেম্বর ২০২৫ ০৪:১৫:৪৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হত্যাচেষ্টাকারীদের অবস্থান বা তদন্তের স্বার্থে এখনই সবকিছু প্রকাশ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (১৫ই ডিসেম্বর) ডাকসু প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন। এ সময় তিনি ডাকসু ভিপি সাদিক কায়েমের উত্থাপিত দাবিগুলোকে ‘যৌক্তিক’ আখ্যা দিয়ে তা বাস্তবায়নের আশ্বাস দেন।

সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমাদের ছোট ভাই সাদিক কায়েমের প্রতিটি দাবি যৌক্তিক। এর আগেও আমরা বলেছি, অপরাধীদের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপগুলো আরও বেগবান করতে হবে। আমরা তাদের এই যৌক্তিক দাবিগুলো অবশ্যই বাস্তবায়ন করব।’ এ সময় তিনি অসুস্থ ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনা করে বলেন, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন, সেজন্য সবার দোয়া চাই।

 

হামলাকারীরা বর্তমানে দেশে অবস্থান করছে নাকি পালিয়ে গেছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তদন্তের গোপনীয়তা রক্ষায় উপদেষ্টা বলেন, ‘সবকিছু তো এখানে বলা যাবে না।’ তবে অপরাধীদের আইনের আওতায় আনার বিষয়ে তিনি সরকারের দৃঢ় অবস্থানের ইঙ্গিত দেন।

 

এর আগে, স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন ডাকসু ভিপি সাদিক কায়েম। তিনি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আওয়ামী লীগের বিরুদ্ধে এলাকাভিত্তিক চিরুনি অভিযান শুরু, অবৈধ অস্ত্র উদ্ধার এবং হামলাকারীদের গ্রেপ্তারের কঠোর আল্টিমেটাম দেন। এছাড়া, দাবি অবিলম্বে না মানলে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি না হলে স্বরাষ্ট্র, আইন ও পররাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিও জানান তিনি। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান এবং শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবিও পুনর্ব্যক্ত করেন এই ছাত্রনেতা।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন