ওসমান হাদিকে গুলি করার প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।
শনিবার (১৩ই ডিসেম্বর) বিকেলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্বাচনি এলাকা ছাগলনাইয়ায় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। মিছিলটি কলেজ রোড থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গণে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, নির্বাচন বানচাল করতেই হাদির ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। তারা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। সমাবেশে ফেনী-১ আসনের বিএনপির সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনুসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
ডিবিসি/আরএসএল