ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনাকে ভোটের রাজনীতির জন্য ‘অশনি সংকেত’ হিসেবে দেখছেন রাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষকরা। তাদের মতে, নির্বাচন বানচাল করতেই এই হামলা চালানো হয়েছে এবং সন্ত্রাসীদের মনে ভয় ধরাতে ব্যর্থ হওয়ার কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন নির্বাচনি তফসিল ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে গুলিবিদ্ধ হওয়া এই প্রার্থী।
নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আ ন ম মুনীরুজ্জামান মন্তব্য করেছেন, একজন জুলাই যোদ্ধার এভাবে গুলিবিদ্ধ হওয়া নির্বাচনের সুষ্ঠু পরিবেশের জন্য হুমকি।
রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান তার প্রাক্তন ছাত্রের ওপর এই হামলাকে সরকারের ব্যর্থতা হিসেবে অভিহিত করেছেন। রাজনৈতিক বিশ্লেষক ড. দিলারা চৌধুরী মনে করেন, এই মুহূর্তে দোষারোপের রাজনীতির পরিবর্তে রাজনৈতিক ঐক্য এবং সাহসিকতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করা সবচেয়ে বেশি প্রয়োজন।
ডিবিসি/আরএসএল