ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির অবস্থা সংকটাপন্ন০। তার পরিবার যদি উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নিতে চায়, তবে সরকার সব ধরনের সহায়তা করতে প্রস্তুত।
শনিবার (১৩ই ডিসেম্বর) চট্টগ্রামে লায়ন্স চক্ষু হাসপাতাল ও ইন্সটিটিউট পরিদর্শনের পর সাংবাদিকদের এ কথা জানান স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।
উপদেষ্টা জানান, হাদির চিকিৎসার বিষয়ে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এ সময় তিনি সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে সরকারের পাশাপাশি জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং দুর্বৃত্তদের দমনে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
ডিবিসি/আরএসএল