জেলার সংবাদ

হাদির মৃত্যুতে ঝালকাঠিতে শোকের ছায়া; ঘাতকদের গ্রেপ্তারের দাবিতে মহাসড়ক অবরোধ

ঝালকাঠি প্রতিনিধি

ডিবিসি নিউজ

১০ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে তাঁর গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটি শহরের খাসমহল এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর খবর শুনে তাঁর আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা বাসায় ছুটে আসেন। তবে নিরাপত্তার কারণে তাঁর পরিবারের সদস্যরা রাতে কারও সঙ্গে দেখা বা কথা বলেননি। পুলিশ জানিয়েছে, সকালে পরিবারের পক্ষ থেকে সবার সঙ্গে কথা বলা হবে।

হাদির মৃত্যুর ঘটনায় জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তাঁর প্রতিবেশী ও সহপাঠীরা। হাদির স্মৃতিচারণ করতে গিয়ে অনেকেই কান্নায় ভেঙে পড়েন। জুলাই বিপ্লবের অন্যতম এই সম্মুখযোদ্ধাকে কেন পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হলো না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। ওসমান হাদির বাড়িতে বর্তমানে তাঁর বোন মাছুমা সুলতানা বিন হাদি ও ভগ্নিপতি আমির হোসেন অবস্থান করছেন।

 

এদিকে, শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর খবর শুনে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা থেকে বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠি কলেজ মোড় এলাকায় সড়ক অবরোধ করে ছাত্র-জনতা। এ সময় তারা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে, ফলে সড়কের দুই প্রান্তে অসংখ্য যানবাহন আটকা পড়ে। ছাত্র-জনতার পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষও এই বিক্ষোভে যোগ দেন।

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন