ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্তের সবশেষ অগ্রগতি জানাতে স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘন্টার সময় বেঁধে দিয়েছে ইনকিলাব মঞ্চ। এই সময়ের মধ্যে অগ্রগতি জানাতে ব্যর্থ হলে তাকে পদত্যাগের জন্য প্রস্তুত থাকার হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের।
রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হাদির জানাজার আগে পরিবারের পক্ষে তিনি এই আলটিমেটাম দেন। এসময় অন্য কারো কথায় বিভ্রান্ত না হয়ে হাদির অনুসারীদের ইনকিলাব মঞ্চের নির্দেশনায় চলারও আহ্বান জানানো হয়।
জানাজা ও দোয়া মাহফিলে অংশ নিয়ে ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন হাদির জন্য সকলের কাছে দোয়া চান। হাদির জানাজার নামাজে ইমামতি করেন তার বড় ভাই এবং তিনি তার ভায়ের নির্মম হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন। জানাজায় অংশ নেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। হাদিকে বিদায় জানাতে এসে নৃশংস এই হত্যাকান্ডের নিন্দার পাশাপাশি সবাই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ডিবিসি/আরএসএল