বাংলাদেশ, জাতীয়

হাদি হত্যায় আসামি ফয়সালের ৫৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

Md Faysal Hasan

ডিবিসি নিউজ

বুধবার ৭ই জানুয়ারী ২০২৬ ০৩:৫৬:০২ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের ৫৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করার আদেশ দিয়েছেন আদালত। এসব ব্যাংক হিসাবে মোট ৬৫ লাখ ৫০ হাজার ২৪৬ টাকা জমা রয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার (৭ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও সিআইডির উপ-পরিদর্শক আব্দুল লতিফ অভিযুক্তের ব্যাংক হিসাবগুলো ফ্রিজ করার জন্য আদালতে আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ এবং তার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগের অনুসন্ধান চলছে। প্রাথমিক তদন্তে অভিযুক্তদের ব্যাংক হিসাব বিশ্লেষণে সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। এছাড়া ফয়সাল ও তার সহযোগীদের বিরুদ্ধে খুন, সন্ত্রাস ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থ জোগান এবং সংঘবদ্ধ অপরাধের সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে, যা মানিলন্ডারিং প্রতিরোধ আইনের আওতাভুক্ত। বিচার প্রক্রিয়া নিষ্পত্তির আগেই এসব অর্থ যাতে বেহাত না হয়ে যায়, সেজন্য মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ১৪ ও ১৭(২) ধারা অনুযায়ী হিসাবগুলো অবরুদ্ধ করা এবং অর্থ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা জরুরি বলে আবেদনে উল্লেখ করা হয়।

 

এদিকে চাঞ্চল্যকর এই হত্যা মামলায় গতকাল মঙ্গলবার ১৭ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে গোয়েন্দা পুলিশ। আসামিদের মধ্যে ফয়সাল করিম মাসুদ, সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি, মোটরসাইকেল চালক আলমগীর ও ফয়সালের বোন জেসমিনসহ ৬ জন পলাতক রয়েছেন। অন্যদিকে ফয়সালের বাবা মো. হুমায়ুন কবির, মা মোসা. হাসি বেগম, স্ত্রী সাহেদা পারভীন সামিয়া ও সহযোগী মুফতি মো. নুরুজ্জামান নোমানীসহ মোট ১১ জন বর্তমানে গ্রেপ্তার রয়েছেন।

 

প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর মতিঝিলে জুমার নামাজ ও নির্বাচনী প্রচারণা শেষে অটোরিকশায় করে যাওয়ার পথে পল্টনের বক্স কালভার্ট রোডে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। অবস্থার উন্নতি না হওয়ায় ১৫ ডিসেম্বর তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়। এ ঘটনায় ১৪ ডিসেম্বর পল্টন থানায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে মামলা দায়ের করেন, যা পরবর্তীতে হত্যা মামলায় রূপান্তরিত হয়।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন