বিএনপি ক্ষমতায় এলে শহীদ শরিফ ওসমান হাদী হত্যার বিচার নিশ্চিত করা হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই প্রতিশ্রুতির কথা জানান।
বিমানবন্দরে এক তরুণের সঙ্গে কথোপকথনের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল জানান, জনগণের দাবি ও প্রত্যাশা পূরণে বিএনপি বদ্ধপরিকর।
ফেসবুক স্ট্যাটাসে বিএনপি মহাসচিব লেখেন, তিনি ও তাঁর স্ত্রী ঢাকা বিমানবন্দরে নামার পর একটি তরুণ দম্পতি তাদের দিকে এগিয়ে আসে। ওই তরুণ মির্জা ফখরুলকে উদ্দেশ্য করে বলেন, ‘স্যার, আপনারা ক্ষমতায় এলে, জাস্টিস ফর হাদি!’।
উত্তরে মির্জা ফখরুল তাকে আশ্বস্ত করে বলেন, ইনশাআল্লাহ!
নিহত হাদির স্মৃতিচারণ করে মির্জা ফখরুল পোস্টে উল্লেখ করেন, হাদি একদম তরুণ বয়সে গণতন্ত্রের পক্ষে সোচ্চার ছিলেন। নির্বাচন নিয়ে তার উচ্ছ্বাস ছিল এবং তিনি সক্রিয়ভাবে প্রচারণা চালাচ্ছিলেন। কিন্তু তাকে নির্মমভাবে হত্যা করা হয়।
শুধু হাদি নয়, সাম্প্রতিক সময়ে নিহত অন্যান্য নেতাকর্মীদের কথাও উল্লেখ করেন বিএনপি মহাসচিব। তিনি স্পষ্টভাবে লেখেন, ‘এর বিচার হতেই হবে। মুবাসসির, সাম্য-প্রতিটি হত্যার বিচার হতে হবে এ মাটিতে। ইনশাআল্লাহ।
ডিবিসি/এমইউএ