বাংলাদেশ, খেলাধুলা, ফুটবল

হামজা পাল্টে দিয়েছেন মোরসালিনের ফুটবল দর্শন

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১৬ই অক্টোবর ২০২৫ ০৯:০১:৪৪ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার শেখ মোরসালিন জানিয়েছেন, তারকা ফুটবলার হামজা চৌধুরি তার ফুটবল দর্শন পাল্টে দিয়েছেন। মাঠের ভেতর ও বাইরে হামজার সঙ্গে তার দারুণ সম্পর্ক গড়ে উঠেছে। একইসঙ্গে আবাহনীতে যোগ দেওয়ার সিদ্ধান্তকেও সঠিক বলে মনে করেন তিনি।

নভেম্বরে ঘরের মাঠে ভারতকে হারানোর জন্য এখন থেকেই ছক কষছেন এই তরুণ ফুটবলার।

 

মোরসালিন বলেন, ‘হামজা ভাইয়ের সাথে আমার বোঝাপড়াটা দারুণ। তিনি শুধু বাংলাদেশ দলকেই নয়, আমার ফুটবল দর্শনকেও বদলে দিয়েছেন।’ মাঠের ভেতরের বোঝাপড়া তৈরির জন্য মাঠের বাইরেও হামজার সঙ্গে সম্পর্ক উন্নয়নে কাজ করেছেন তিনি। তার কাছে হামজা চৌধুরি একজন সুপারস্টার।

 

মাঝমাঠে হামজা ছাড়াও শোমিত সোমের পরামর্শ নিতেও প্রস্তুত থাকেন মোরসালিন। তিনি অকপটে স্বীকার করেন, ‘শোমিত ভাই আমার জেতার ক্ষুধা আরও বাড়িয়ে দিয়েছেন।’

 

হংকং থেকে ফেরার মাত্র একদিনের মাথায় আবাহনীর অনুশীলনে যোগ দিয়েছেন মোরসালিন। তার মতে, আকাশি-নীল জার্সি তার নতুন করে নিজেকে তৈরি করতে বড় ভূমিকা রাখছে। বসুন্ধরা কিংসে নিয়মিত সুযোগ না পাওয়ায় দল পরিবর্তন জরুরি হয়ে পড়েছিল। আবাহনীতে যোগ দেওয়ার পর অনূর্ধ্ব-২৩ ও জাতীয় দলের জার্সিতে গোল করে নিজেকে নতুন করে খুঁজে পেয়েছেন এই মিডফিল্ডার।

 

এবার তার স্বপ্ন ঢাকায় ভারতকে হারানো। তিনি দৃঢ়তার সঙ্গে জানিয়েছেন, দিন বদলের ফুটবলে দাপটের সঙ্গেই এই কাজটি করতে চান। এছাড়া, বাফুফের মনোবিদ নিয়োগের উদ্যোগকেও একটি দারুণ পদক্ষেপ বলে প্রশংসা করেছেন এই বেঙ্গল টাইগার।


ডিবিসি/এনএসএফ

আরও পড়ুন